ভাষারা দুর্বোধ্য হয়নি কখনো

ভাষারা দুর্বোধ্য হয়নি কখনো
ভাষারা চিরায়ত, শাশ্বত, বোঝে অন্তর্যামীর নৈবদ্য
বোঝে সুখ- দুঃখ, হয় আবেগ- আপ্লুত অশ্রু সিক্ত;
ভাষারা থাকে নির্জনে স্বপ্ন-চয়নে
থাকে জাগ্রত কষ্ট দহনে- আশা হত প্রাণে।
ভাষারা বুনে চেতনা , বর্ণে বর্ণে সত্য সাধনা- নির্ভার
ভাষারা হয় অনন্ত-অবিরত জন্ম জন্মান্তরের গানে,
প্রতিটি মাতৃত্ব জানে-
গর্ভে সঞ্চার ভ্রূণে ভাষারা খুঁজে নেয় উত্তরাধিকার!
অধিকার অর্জনে ভাষারা যাকে করেছে মৃত্যুঞ্জয়
সায়াহ্নে- সকালে হয়েছে সে প্রেরণা- শক্তির সম্ভার।
হয়েছে আদর্শ-দুর্ধর্ষ দুর্নিবার
ভাষার ভালোবাসা হৃদ্য করেছে জীবন, সবার আগে
ভাষাই হয়েছে একান্ত আপন।

দাউদুল ইসলাম।
২১/২/১৭

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. নাজমুন নাহার : ২১-০২-২০১৭ | ২০:১৮ |

    ভাষারা চিরায়ত, শাশ্বত, বোঝে অন্তর্যামীর নৈবদ্য
    বোঝে সুখ- দুঃখ, হয় আবেগ- আপ্লুত অশ্রু সিক্ত;
    ভাষারা থাকে নির্জনে স্বপ্ন-চয়নে
    থাকে জাগ্রত কষ্ট দহনে- আশা হত প্রাণে।

    শুভেচ্ছা কবি । খুব ভাললাগলো প্তরিটি লাইন ।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২১-০২-২০১৭ | ২০:৩২ |

    ভাষারা দুর্বোধ্য হয়নি কখনো
    ভাষারা চিরায়ত, শাশ্বত, বোঝে অন্তর্যামীর নৈবদ্য।

    ___ অসাধারণ শুরুবাদ। লিখন এবং ভাব-ভাবনার প্রকাশ অসাধারণ স্যার। Yes

    GD Star Rating
    loading...
  3. মোঃ সাহারাজ হোসেন : ২১-০২-২০১৭ | ২০:৩৫ |

    খুব ভালো লাগলো।
    শুভেচ্ছা নিবেন।

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ২২-০২-২০১৭ | ৭:৩২ |

    শুভেচ্ছা নিন কবি।

    GD Star Rating
    loading...