তখন দেখি হাঁচি লুকানোর মত জায়গাও নেই
অথচ সবকিছু আগে যেমন ছিল, এখনো সেই! তবুও শুন্যতা দিয়ে শুন্যতা ভরাই
তেলাপোকার মতো নিজেকে সান্ত্বনা দিই
নিজেকে ছাড়া আমি আর কাকে ডরাই! তথাপি মাঝে-মধ্যে কবিতায় জেগে উঠি
রাতদুপুরে নিজেই চেপে ধরি নিজের টুটি!
তখন অভিধানের সব অপয়া

