সবুজ পরিধান করি তুমি রোজ যাও; তুমি বোধহয় নবম শ্রেণী,
আমিও। তোমাদের স্কুলের বিপরীতে
শ্যাওলা পরা যে দালান ক্রমে ক্ষয়িষ্ণু
হচ্ছে; তার কোন এক ক্লাসে
এলজেব্রা কষতে গিয়ে আটকে যাচ্ছি। অমনোযোগী ছাত্রের প্রতি
বিপিন পালের কোন দয়ামায়া নাই। এলজেব্রা কষতে গিয়ে
আমি

