জুন ১৮, ২০২৩ বিভাগের সব লেখা

কদম পাপড়ি
কদম পাপড়ি
কদম হেসেছিল বর্ষার কোণে
শাপলা বিলে ভেলা ভাসে- ভাসে
প্রাণচঞ্চল সাদা মেঘে ফাগ্লুনের লুকোচুরি।
আগুন যেনো সবুজপ্রান্তর দুর্বলা ঘাস
আইল পাথার আর থৈ থৈ খাল বিল
সবই আজ অম্লান কদম পাপড়ির ঘ্রাণ,
কৃষ্ণচূড়া রাস্তার মোড়ে রাঙা উঠন
তবু একাকার যত সব পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৮৬ বার দেখা | ৫৫ শব্দ ১টি ছবি