জুন ১২, ২০২৩ বিভাগের সব লেখা

বুকে কাশি জমেছে বুঝি?
বুকে কাশি জমেছে বুঝি?
বুকে জমেছে কফ তোমার, এক কাপ চা খাও
মাথায় ব্যথায় অস্থির এই যে চা নাও,
চা হলো এসব অসুখের বড়ি,
চুমুকে নাও শান্তি, ভাসাও সুখে জীবন তরী। এমন হাসি খুশি ছাড়া
লাগে না পাগলপারা?
চুপচাপ এমন থাক যদি
দেহ মন হবে ব্যথার নদী। এক কাপ চায়ের রইলো নিমন্তন্ন
মনটারে পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৮০ বার দেখা | ৯৭ শব্দ ১টি ছবি