এপ্রিল ১২, ২০২৩ বিভাগের সব লেখা

আঙ্গিনা
আঙ্গিনা
আগুনের কাজ জ্বলতে
ভালোবাসা চায় পুড়তে- পুড়তে
এটাই তো দৃষ্টি বহর শুধু
বাতাস বয় নিশ্বাসে নিশ্বাসে;
ফাল্গুনের হাটবাজারে
কত রঙের মেলা, কিনবো বলো
সরিষার চারা- সোয়া চন্দন পিটের ফুরা
ধোয়া ছাই শুধু সোনালি মোড়ে
আগুনে পোড়া- পোড়া-
এ ভালোবাসার ঘর আঙ্গিনা। ২৯ চৈত্র ১৪২৯, ১২ এপ্রিল ২৩ পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০৭ বার দেখা | ৩৭ শব্দ ১টি ছবি