ঘোরাচ্ছ কবেকার পুরনো ঘোরে
প্রথম দেখা স্বপ্ন…
অমোঘ তৃষ্ণা
রাতের দুর্গম পারাপারে
তন্দ্রাচ্ছন্ন ভোরে …
ঘোরাচ্ছ
চক্রাকারে বসন্ত হতে শীতে
গদ্য হতে পদ্যে অক্ষরে অক্ষরে
মোক্ষ দেখে নাড়ছো কলকাঠি
সুক্ষ্মহস্তে
আঁকছো নীলনকশা অনীল অন্ধকারে !
ঘুরছি আমিও
প্রমত্ত শব্দের মোহে বাক্যের অনস্ফুরিত স্মরে,
শুভদৃষ্টির

