গাগরী কাঁকালে এক কুলবধূ
চলেছে নদীর ঘাটে। ক্ষণকাল চেয়ে এদিকে-ওদিকে
হঠাৎই তুলে বাঁ হাত,
কি জানি কি ভেবে মাথায় রাখলো
হয়তো পেয়েছে ঘাত। তারপর দেখি চিমটি দিয়ে সে
উকুন ধরে অক্লেশে,
নখের পরে তা নখ চেপে মেরে
আবার চললো হেসে। বলি তাই ওরে মনা!
না বুঝেও প্রেম ঘুরেছিস

