প্রেম না তোষামোদ
নিষ্কণ্টক হৃদয় ফেলে
লুফে নিলি নগদ মদ!
অর্ঘ্য ভুলে,
উদগ্রীব হ’লি উগ্র স্তনে!
কি পেয়েছিলি, অস্থির লীনে
অবলীলায় ছুটে গেলি নগ্ন আস্ফালনে। আমি তো প্রেম বুঝেছি
যতন হাতে স্বপন বুনেছি।
তিলে তিলে বুনেছি পবিত্রতা!
তোরই আঁচলে
তোরই হৃদয় চাতালে লিখেছি স্বর্গ-মর্ত্যের কবিতা। তারপর কি

