একটা নাভিশ্বাসে জমে থাকে আকুতি।
ঠোঁট কাঁপানো গল্পের মায়া-তুমি চাইলে
স্লাইস পাউরুটির মতো মাদাম ঘ্রাণে
জুড়ে যাব। দুই জোড়া বুকস্তর, খাঁচাবনে-
অলীক ঘোরের ভেতরে ইউনিক প্রণয় ছুঁয়ে
রাত্রিদিবসে-হেলান দিয়ে তুমি ঘুমাবে।
সদ্য পরাণের কাঁধে নুয়ে দুইশত কোটি বছর
লাল ইটের দালানে বাড়ন্ত বটগাছ
পাখিদের নৃত্যঙ্গ রটে যেতে যেতে
চা