ফুরফুরে দিনের বুকে স্বচ্ছ আলো নাচানাচি,
রোদ্দুর আর সূর্য খেলছে কানামাছি,
ছুটির দিনে রঙিন চায়ের আজ দিলাম ছুটি,
এবেলা দুধ চায়ে মজা লুটি।
দু’বার বসাতে পারবো না চুলায় হাঁড়ি,
র’ চায়ের পিছনে তুমিও টেনে দাও দাঁড়ি,
হলুদাভ রঙের ছোঁয়া লাগুক মনের বাড়ি,
এসো বারান্দায় বসে সুখের নিঃশ্বাস