অসমতল ভূমি এক খণ্ড;
এক মুহুর্তে সকলই পণ্ড
যেথা তুফান উঠে আসে ঝড়-ঝাপটা হাহাকার ও রক্তারক্তি খেলা অনাবিল
কত তিক্ত দুর্ভোগ জীবনের
সুখ ও প্রশান্তি নেই হৃদয়ের
আকাশের মুখখানি তাই দেখায় নীল। দুর্বিসহ জীবনে অসংখ্য ঝড়ের শেষে
বন্দী সুখেরা নিয়তির কারাগারে
ফিরে আসে আবার হৃদয় ঘরে
থামে জীবনের কান্না,,আবারো

