আবেগ অনুভূতি উপলব্ধি ছুঁয়ে যাচ্ছে-
রাস্তার মোড়ে কৃষ্ণচূড়া লালে লাল!
মিছিলে- মিছিলে সুবাসিত গন্ধ ভাসছে
অন্তহীন দেহের ভাজে- ভাজে;
অথচ কাপুরুষ ভীতুর দল নোংরা
বর্ণমালা গাঁথছে আর গাঁথছে- যত
নর্দমার ভাষা, জল মাটি, গাছপালা
লতাপাতা বিমুখ; তবু যুগ যুগান্ত ধরে
গন্ধবিরল ফুটুক ফুল, জন্মের গুণে। ২০

