শুয়ে আছে। শুয়ে আছে
গিন্নি রাত আর অযথা
খোঁচাচ্ছে দীর্ঘ অবসর
বিরান জানালার ধারেকাছে
সবচেয়ে এক নীরব মানুষ
এত অমিল আশায় ঝিমোচ্ছে
সময় পালাচ্ছে তার স্বপ্নের মধ্যে; একটু হাসতে পারলে হয়তো
সমুদ্র আর শাদা ঢেউগুলোর
মধুরেণু শব্দে পেলব আকাশ
নিয়ে হামাগুড়ি দিত, পৃথিবী-
বিশ্বাস আর নিরাপদ জমিন
ম্যানগ্রোভ

