আগুনে যখন ঝলসে যাচ্ছে গায়ের চামড়া
আমি নানা বাড়ির পুকুরে সাঁতার কাটছি।
পুকুরের জলে শৈশব ভেসে থাকতো
আড়াই ঘন্টা সাঁতারেও ক্লান্তি নেই, ঘাট থেকে
মা ডাক দিত ‘উঠে আয়, জ্বর এসে যাবে’
তবু উঠতাম না দেখে মামা পুকুরে নেমে
তুলে আনত। পরের দুদিন জ্বর। তখন অন্য আহ্লাদ।
আগুনে চামড়া ঝলসে যাচ্ছে,
বুইলেন মোয়াই আমরা একা কিছু খাই না
আমরা দিয়ে থুয়ে খাই।
চারদিকে যত ল্যাংড়া লুল্লু
চারদিকে যত আগাছার ঝুণ্ড
কাজে লাগে পাঁচ বছর পর
তবুও
বুইলেন মোয়াই আমরা একা কিছু খাই না
আমরা দিয়ে থুয়ে খাই।
ছড়িয়ে রেখেছি বঁড়শিতে গেঁথে
লক্ষ্মী – বিধবা – কন্যা – সাইকেল
ছড়িয়ে রেখেছি
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৫৫ বার দেখা
| ১২৫ শব্দ ১টি ছবি
জীবন সংসার মানে পূর্ণিমা রাতেই
চাঁদের সাথে উঠতি ফুর্তি প্রেমেই!
কিছুই করা ভাল না,খাই আর ঘুমাই
জগত সংসার শুধু আবেগে উড়াই-
ভাল আর মন্দ মসজিদ মন্দিরে ঘুরাই
স্বার্থের বালুচরে জল দিয়ে সাঁতরাই;
মরা গাঙ্গে ঘাসফুলের মালা সাজাই-
মাটির আইলপাথারে ঠিকানা গড়াই
এই না হলো ভাবের পায়জামা সিলাই
এ ছাড়লাম
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৯৪ বার দেখা
| ৫১ শব্দ ১টি ছবি
হর্সরেস শেষ হয়ে গেছে বেশ আগেই। যারা দেখতে এসেছিল ঘোড়দৌড়
তারা সবাই ফিরে গেছে নিজ নিজ গন্তব্যে। আমি একা দাঁড়িয়ে আছি।
আমার নির্দিষ্ট কোনো গন্তব্য না থাকায়— পথ থেকে পথে দীর্ঘদিন বড়
সুখে বাজিয়েছি সানাই। উৎসব নয়, তবু আনন্দে নেচেছি নদীর মতো।
আর আকাশের সীমানা থেকে ধার নিয়ে
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৩৭ বার দেখা
| ১৩৯ শব্দ
তোমার পায়ের পাতা মুছে নেয়া এই ঢেউ
আর কক্ষনো ফিরবে না
ভাঙা ভাঙা বুদবুদ্ আর উদ্বেল হবেনা
ওই দূরে গাঙচিল পাখা ছুঁয়ে
দুএক টুকরো বাতাস তবু ছুটে আসে
এমনই এলোমেলো চুলে বারবার
পায়ের চাপে ফুটেছ যে বালুচিহ্ন
তার নাম গোলাপ সাগর হতে পারে
হতে পারে বুনো ঝাউয়ের ঝাঁঝালো দুর্নাম
এতকিছুর পরেও তুমি
সমুদ্র
শহর থেকে এক কবি এসেছেন কতোদিন পরে,
— এতোদিন ধরে কবির বুকে ধুঁকে ধুঁকে জ্বলছিলো চৈতের
চিতা, আজ আর কবিকে আটকে রাখতে পারেনি
শহরের সুনন্দ ভোগাস সৌন্দর্য; ছন্দের কাঁটাতার, শতাব্দীর লৌকিক শোভাযাত্রার ঢেউ!
এসব ছেড়ে ছুঁড়ে কবি এসেছেন, এখন তাঁর দুই হাত
খালি, তবুও কবি ভুলে গেছেন
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১০৬ বার দেখা
| ১৯১ শব্দ
বসে আছি একা টঙের কিনারে
এক খুকি এসে কয়,
দাও না বেড়ার বন্ধন খুলে
আমি কি আপন নয়!
ওপাড়ে দেখেছি পড়ে আছে কতো
টসটসে পাকা জাম,
কুড়িয়েও খেলে করবো না বলো
হরষে তোমারি নাম!
বললুম তারে বাঁধা নেই খুকি
আরও খুশি হবো জেনে,
স্বচ্ছ পানিতে ডুবিয়ে তা খাবে
এ কথা
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৮১ বার দেখা
| ৬৯ শব্দ ১টি ছবি