অবিশ্বাসে বেড়ে যায় দূরত্ব,
চোরকে যে করে বিশ্বাস
চোরও দেয় বিশ্বাসের গুরুত্ব। বিশ্বাসে যায় মক্কা-মদিনায়
করে হজ্ব দেয় জাকাত,
বিশ্বাসে যায় গয়া-কাশি
মাগে মুক্তি করজোড়ে হাত। বিশ্বাসে করে মূর্তি পূজা
যায় মন্দিরে করে ভক্তি,
বিশ্বাসে করে নামাজ রোজা
অবিশ্বাসে মেলে না মুক্তি।

