খর বৈশাখী দহন,ঝড়ের মাতন
বহে তপ্ত হিয়া-মন,উষ্ণ প্রস্ববন
যায় দিন অসহায় প্রলয় যাপন
ক্ষীণকায় তটিনীর অকাল মরণ।
কপোত-কপোতী নেয় বৃক্ষে স্মরণ
বিরহের সুর তুলে লাগায় কাঁপন।
কেঁদে ফেরে দুনিয়ার কামুক মদন
প্রেম ছাড়ে দীর্ঘশ্বাস অবুঝ কারণ!
ছেড়ে গেছে নিধুবালা প্রখর বৈশাখে
তৃষাতুর পথিকের পিয়াসী জঠোর
রুক্ষ শুষ্ক হৃদি মন