অনেক বেশী পেয়ে গেছি এক জীবনে, অনেক
বামনের হাত চাঁদে পৌঁছায় না জেনেও-
হাত বাড়িয়েছি নির্বাণ আগুনে, দহনের লীলায়
ছাই হইয়ে গেছি; নির্বাক! অবশিষ্ট প্রাণে
পদদলিত হতে হতে পৌঁছে গেছি পৃথিবীর এক কোণে!
যেখান থেকে কান্নার শব্দ বের হতে অক্ষম
আকুতির ভাষা যেখানে তুচ্ছ,
মিনতির হাত