মার্চ ৩১, ২০২২ বিভাগের সব লেখা

কবিতার দর্পণ
কবিতার দর্পণ
আজও একটা কবিতা লিখবো বলে-
তিন প্রহর অপেক্ষায় নদের পাশে থাকি!
অথচ কবিতার ঝলঝলে মুখ দর্শন, বৃষ্টি
ছুঁয়া হাত, কেমন জানি মেঘ ভাঙ্গা আর্তনাদ; বার বার প্রতি ছবি ভেসে উঠে
এক বেদনায় আধার ডেকে আনা-
সোনালি স্মৃতিময়; তবু লেখা পড়ুন
কবিতা | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২০১ বার দেখা | ৭০ শব্দ ১টি ছবি
কঞ্জুস
কঞ্জুস
পাশের গাঁয়ের কদবেল আলী
ভীষণ চতুর লোক,
কোনদিন তারে করতে দেখিনি
পরের কারণে শোক। কঞ্জুস বলে বেশ আছে খ্যাতি
যদিও পায় না দাম,
সুখে-দুখে তবু সকলেরই মুখে
জেগে থাকে তার নাম। জমি-জমা আছে পুকুরেও মাছ
খায় না কভু সে ভালো,
খরচের ভয়ে ভুলেও দেয় না
জ্বালাতে সাঁঝের আলো। কথা বলে সদা শুদ্ধ পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৯৩ বার দেখা | ৭৪ শব্দ ১টি ছবি