আর লজ্জার চিকন নাভি থেকে এক
কমলাকাতর রং ঝরছিল এমন বিবস্ত্র
প্রীত ভেবে বনের কুয়াশা মোমের মতো
আজো এই দিন বসে আছে। ভোর চক্র-
তারপর আলো এল; সন্ধের দিকে –
সকল বেগানা দুপুর ভেঙ্গে একটা
পাহাড়ি ঘোড়ার শব্দ ভেসে আসছে
শাদা খরগোশের পায়ে নগরস্বভাব
আর অনাবাদী ধূলির গুল্মলতায়
পৃথিবীর জ্যোৎস্না ছড়ায়ে যাচ্ছে
দারুণ স্বভাবে