তারপর এই শহর, সন্ধে শেষে অপেক্ষা ভাঙ্গে
ধানশিশুর মতো চোখ বিছিয়ে জ্যোৎস্না ক্ষেত
আর থানকুনি পাতার ঢেউ এসে গেঁথে যাচ্ছে
অচেনা রমণীর দীর্ঘ শাড়িতে সবুজ বাতাসের
গন্ধ এবং চুলখোলা রাজপথ-সংগীতের হাই
নিয়ে রাতগুলোর পূর্ণিমা সটান ঝুঁকে আছে
এক বনপরী বিদিশার ছায়া অপেক্ষায়-
এখানে তৃপ্তিচিহ্ন এঁকে বিমুগ্ধ হয়ে পড়ে
নীরব অন্তরাল আর