ভ্রমর গুন গুন করে ভিতরে,
আর ভ্রমর গুন গুন করলেই
ফুলকে নারী বলে ভুল করি।
কাঞ্জিবরণ মন তখন চনমনে
নিরাভরণ। মনে জাগে প্রশ্ন,
আচ্ছা কালিদাস কি ঋতুর? নাকি,
ঋতুকামের কবি।
বর্ষার জলোচ্ছ্বাসের মত ভেসে যাই,
যেতে যে ইচ্ছে করে তাই, যাই।
পূর্বাপর কে ভাবে তখন। ০৩/০২/২২ রায়হান।

