তুমি কি? গ্রীক উপখ্যানের সিসিফাস,
যে মৃত্যুর দেবতাকে শিকলে বেঁধে ফেলবে।
মৃত্যুর দেবতারও একদিন মৃত্যু হবে।
যেদিন তোমার প্রতিরক্ষার সমস্ত সুউচ্চ বেদির,
বূহ্যভেদ করে মৃত্যুর দেবতা থ্যানাটোস পৌছে যাবে
তোমার সম্মুখে,
সেদিন থেমে যাবে তোমার সমস্ত তর্জন, গর্জন
কুত্শিত অভিলাষের আগ্রাসন। লেখা; রায়হান

