সন্ধের আগে, একপ্রকার বিষণ্ণশিল্প
আমাদের নিয়ে হল্কা আগুনে পোড়াচ্ছে
আর বসন্ত চুরি হয়ে তেজপাতা ঘ্রাণে
ছদ্মবেশ ধারণ করে করে কেবল
নিজেদের গোড়ালি পুঁতে যাচ্ছে~
কাঠবাদামের বন; এবং কামরাঙা
ভাজের মতো রাত এসে খুব নীরবে
চুমু খাচ্ছে জ্যোৎস্না ভাঙা দাবানল চাঁদ-
আর এমনো লীলাময় কলকব্জা এল
নগর~বুদবুদ কবিতা, স্থির প্রহর-
শামুকের মতো রেজগি ঢেউয়ের
ইশারা নিয়ে-হৃদয়,