কোন কিছুই ভাবতে পারছি না আজ-
মনে হয় কবিতার ছুটির দিন হয়েছে বুঝি!
রাত্রে প্রস্রাবের গন্ধ নেই অথচ পানির গন্ধ ভারি;
এভাবেই দুঃখ গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাই-
এতটুকু প্রহর মাস বছর যুগ যুগান্তর- তবু ভাবতে
পারছি না- মনে হয় কবিতার ছুটির দিন;
দিনের স্বাধীনতা অনেক-
কবিতা|
৮ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৬৬ বার দেখা
| ৭৭ শব্দ ১টি ছবি