বৃষ্টি নামুক তোমায় ছুঁয়ে
বৃষ্টি নামুক অঝর ধারায়
তোমার পায়ে নূপুর হয়ে। টুপুর টাপুর বৃষ্টি ঝরুক
তোমার শরীর ছুঁয়ে যাক
রেশমী কালো তোমার চুলে
বৃষ্টির জলে ভিজে যাক। বৃষ্টি ধারায় ভিজিয়ে যাক
নাগরিক কোলাহল
পিচঢালা পথে নেমে আসুক
নিরবতা আর নিস্তব্ধতা। বৃষ্টি নামুক শহর জুড়ে
বৃষ্টি নামুক তোমায় ছুঁয়ে
শীতল বৃষ্টি জলের ছোঁয়ায়
তোমার দেহ

