ফেব্রুয়ারী ২৭, ২০২২ বিভাগের সব লেখা

যে পথ
প্রেম বিহীন চলে যাবে পথ
ভাবতে পারি কি?
যেমন ভাবতে পারি না
ধুয়া ছাড়া নির্মল আগুন।
এমন জন্ম হবে কিংম্বা হতে পারে,
যতদুর চোখ যায় স্মৃতির দাওয়ায়
কোন উদাসী প্রেমও আসেনি।
এমন ত নয়।
অতিবাহিত সময় আর যাপিত জীবন
যদি বলে দিতে পারতো আগামীর পথ,
তবে দিবধাহীন তোমায় নিয়েই,
দিতাম নিরন্তর উড়াল।
সহজে সব পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৪১ বার দেখা | ৮১ শব্দ
সরল সলতেকথা
আনন্দের উত্থান দেখি ঢেউয়ের মননে। চিনে রাখি এইসব
লঘু রোদের ঋতি। ইতি টেনে এসেছি সকল মৌন বৈভবের।
কালের কলতানে হারিয়ে গেছে যে গান, তারও স্বরলিপি খুঁজে
বাজাই এস্রাজ। সাজ, সম্ভাষণ সব ভুলে সমবেত হই সকালের
অমোঘ শয্যায়। প্রায় প্রতিভোরে যে পাখি পালক ফেলে যায়,
আমি করি তারও সন্ধান। প্রাণের পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৩২ বার দেখা | ৫৮ শব্দ
নজর
হাওয়ার গান শুনছি-সন্ধ্যার আগে
পাখিরা বয়ে বেড়াচ্ছে-বনবাস
সে অন্যরকম বিল্পবাত্মক প্রবেশ
এত দৃশ্য, যেন সহজাত পরম্পরা- এরকম সিম্ফনির ঘোরছায়া এল
যেদিকে তাকাই ডেটলের গন্ধ
আর বিবিসি সংবাদ, রূপকথা-
ঝুঁকে আছে-শাদা কাতানে ভর
করে মৌসুম গান আর শরীর
যেন সটান পিঠের নিচে ঘাস
ও মাটি খুব নম্র উৎসব নিয়ে
গ্রাম এবং দীর্ঘ শহর-ঘিরে উন্মাতাল
চিত্রল হরিণীর বাদাবন, পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩০৫ বার দেখা | ৫০ শব্দ
মনের স্টেশন (গান)
মনের নেই কোন স্টেশন
ছুটে চলে যখন তখন
ফেরারী মন ফেরারী সময়
ধূসর সময়ে হারিয়ে যায়। নিস্তব্ধ নিরানন্দ নীলাকাশ
কিছু প্রজাপতি উড়ে উড়ে যায়
মুগ্ধতা ছড়িয়ে বাগান বিলাস
মনের নাটাই ঘুড়ি উড়ায়। মানেনা মন বাধা-ব্যবধান
ছুটে চলে নিরবধি আপন স্টেশন
ফেরারী সময় ফেরারী মন
দূরে বহু দূরে ছেড়ে কোলাহল। পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৬৬ বার দেখা | ৩৮ শব্দ