ফেব্রুয়ারী ২৩, ২০২২ বিভাগের সব লেখা

সময়ের যত লেনদেন
সময়ের যত লেনদেন
মেঘদল জমে থাকা আকাশ
শুভ্র কুয়াশা ভেজা শিশির।
সবুজ ঘাসের এক চিলতে
অভিমানি বুক চাঁদের নিয়ন আলো খোঁজে। জোনাকীরা ছুটে চলে অজানা
গন্তব্যে রঙ, রঙিনের ঘোর কেটে
উৎসবে ডুবে শহর।
সাইবেরিয়া থেকে আগত
একদল পরিযায়ী উড়ে যায়
মুখোরিত শব্দের উল্লাসে। সময়ের যত লেনদেন, যত
হিসেব-নিকেশ
দ্রুত বদলে যায় সুর্যাস্তের মতো
অন্ধকারে। পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪০৭ বার দেখা | ৪২ শব্দ ১টি ছবি
যত সব পথ
যত সব পথ
পরগাছা বড়ই গাছে আবার নতুন স্বপ্ন-
নতুন আশা যেনো টক টক ঝক ঝক করছে!
কতটুকু বা জোর করে পাওয়া যায় ভালবাসা
জৈষ্ঠ্যমধু কণ্ঠে আর কত বার পিপাসা লাগাবে?
রাত ফুরায় সূর্য তাপে ক্লান্ত- তবু কাটা পড়ুন
কবিতা | ৭ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৩৯ বার দেখা | ১০৪ শব্দ ১টি ছবি