ফেব্রুয়ারী ১৮, ২০২২ বিভাগের সব লেখা

কল্পনা নয়
৪৪/৪২ স্বরবৃত্ত ছন্দ কল্পনা নয় কল্পনা নয়
সত্যিকারের কথা,
পরীর দেশে ফুল কুড়িয়ে
গাত্র হলো ব্যথা। পরীর দেশে ফুল বাগানে
নানা ফুলের মেলা,
হরেক রকম প্রজাপতি
সেথায় করে খেলা। বাহারি ওই ঝর্ণা ধারা
থেকে থেকে ঝরে,
মিষ্টি মধুর ফলে ফুলে
আঁচল খানি ভরে। রচনাকালঃ
০৫/০২/২০২২ পড়ুন
ছড়া ও পদ্য | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৯৭ বার দেখা | ৩১ শব্দ