ডিসেম্বর ৯, ২০২২ বিভাগের সব লেখা

নক্ষত্র ও আমি
আমি নক্ষত্রের মতো চেয়ে থাকি
দূরের মায়াবী ক্যানভাসে
নীল আকাশ, নীল জল ছুঁয়ে
যখন অন্ধকার নামে। নীলাকাশ সিমাহীন
নীলজল অন্তহীন সমুদ্রে
সু উচ্চ পাহাড়ের বৌন উৎসব
নদীজল প্রমত্তা ছুটে যায়। জলতরঙ্গ, নীলাকাশ সঙ্গম
অনিকেত সবুজ ছুঁয়ে
মহাকালের উৎসব। জন্ম-জন্মান্তরের সূর্যাস্তে
নতুনের আগমনী বার্তা
দূরের পথে সংলাপ আর
মুখোরিত জীবনের গান। পড়ুন
কবিতা | , | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১১৭ বার দেখা | ৩৬ শব্দ
অনেক আলোর বিধান ঘিরে
শিশিরের সিক্ততা ছড়িয়ে হেমন্ত চলে যায়। ঘোরের
আভা নিয়ে বাঁচে যে রাখাল,তাকে তুমি বন্দি,
বলতেই পারো। অথবা লিখে রাখতে পারো-
জীবিতদের জন্যই জীবন, মৃতের জন্য- শুধু দীর্ঘশ্বাস উত্থানের কাহিনি শুনিয়ে সূর্য ডুবে যায়। তপ্ত দুপুর
ছিল বুকের দুপাশে, তার সাক্ষী শুধুই থাকে নদী
আর প্রিয় পিপাসা- অনেক আলোর বিধান ঘিরে
রচিত পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯৭ বার দেখা | ৭৩ শব্দ
তোরে যে মা খুব ভালোবাসি! (গীতিকাব্য)
তোরে যে মা খুব ভালোবাসি! (গীতিকাব্য)
আবার আসবো ফিরে
শ্যামা এ’ নদীর তীরে
সজীব কুঁড়েরই হয়ে বাসি –
তোরে যে মা খুব ভালোবাসি! বাঁধবো বিকেলে যতো তোরই নামে বোল,
হিজলের শাখে খেয়ে মিলেমিশে দোল।
এ’ হৃদয়ে ভাব চষে
গোধূলির বাটে বসে
ব্যাকুলে বাজাবো ফের বাঁশি –
তোরে যে মা খুব ভালোবাসি! হাতছানি দিলে তোরে আষাঢ়ের ঢল,
ভাবিস পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১১০ বার দেখা | ৬৮ শব্দ ১টি ছবি