ডিসেম্বর ৭, ২০২২ বিভাগের সব লেখা

আকাশে আর মেঘ নেই
আকাশে আর মেঘ নেই
তাতে কী মেঘ নেই, সীমাহীন নীলে ছাওয়া আকাশ
এমনিতেই আকাশ সুন্দর নাই বা হলো মেঘেদের বসবাস;
মেঘগুলো ওড়ে আসুক সে’ও চাই,
বন্ধ চোখে আমি শরতকেই খুঁজে পাই। শরত যদি থাকতো জড়িয়ে আকাশ বারোমাস
বিবর্ণ রঙের হতো বুঝি সর্বনাশ;
না থাকুক হেমন্তের আকাশে মেঘেদের আস্ফালন
আমি বারোমাস শরতই পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৮০ বার দেখা | ১৩৯ শব্দ ১টি ছবি