সময়টা এখন মাঠ ভরা ফুটবল-
প্রিয় দলের জার্সি গায়ে হায় উল্লাস
টিভির পর্দায়, এলার্জির আর্তনাদ
রাস্তার মোড়ে মোড়ে আর বাতাসের
গায়ে পতপত করে উড়ছে পতাকা
আপন চিত্রা কোথায় রাখি বলো ভেবে
পাচ্ছি না, তবু ওরা প্রিয় দল নিয়ে ব্যস্ত
রাস্তা পারাপারে সাদা চিহ্ন থাকা সত্ত্বেও
গাড়ি স্লো