চারিদিকে তখন বেজে ওঠে মানুষের ব্যস্ততার তূর্য;
বারান্দায় রোদ্দুর হুমড়ি খেয়ে পড়ে,
উষ্ণতা বিলায় সূর্য আমার ঘরে। আকাশ জুড়ে কেবল সূর্যটাই একা হেঁটে বেড়ায়,
মেঘ’রা দূরদেশে হয়তো, অন্য কোথাও নিরালায়;
বাংলার আকাশে শুভ্র মেঘ’রা আর নেই,
অতি উষ্ণতা পালালো আহা দিন

