সকল দিন চলে যায়, ফিরে আসে না!
প্রাচীর; কেবলি অপেক্ষা-
গাছ সবুজ পোশাক পরিয়াছে
সোমত্ত হৃদয় থেকে শোভিত রং
ভেতরে উপশিরোনামের প্রগাঢ়
চুম্বনের উপলক্ষ, এমন তাই
এই কারণ সহজ করে মেনে নেওয়া
টের পায় নির্জন তিশিখেতের রোদ
এমন দৃশ্য, এত লোক পাঁজরে
তুলে নিচ্ছে যার-তার একজন,
ফুরফুরে কল্পনার অন্তঃসত্ত্বা
নিয়মিত গহীন খনিজের ধাতুজল
অস্থি-হাড় ছিটানো পাতার