অল্পতেই অতুষ্টি মনে, অল্প স্বার্থ দেখলেই দূরে চলে যাও
তোমার কারণ শান্তি আমার উধাও
তোমার মনের পথ কাঁটায় ঘেরা
তুমি আকাশের মত মন করে নাও।
তুমি আকাশ দেখো একদিন, এমনই চাই
তোমার কারণ মন এলোমেলো, এক বিন্দু শান্তি নাই
তোমার মনের পথ এবড়ো থেবড়ো,
হাঁটতে গেলেই হোচট