জ্বলেছিলাম প্রথম মোমের প্রদীপ হয়ে,
সূর্যাস্তের লগ্নে
শীতল কনকনে হাওয়া
মায়ের বুকে কুসুম উষ্ণতা, ফুলের সুবাস
কান্নাভেজা হৃদয় আর পরিশ্রান্ত চোখে নিবিড় আশীর্বাদ “বেচে থাকুক মানিক রতন, মায়ের বুকের ধন”। … তারপর শুরু হয় বাচার নেশা!
হিসেবের জীবনে বেহিসেবী লেনদেন,
বাদ- বিবাদ
সুখ-

