আপেল কাটা ছুরি চালিয়ে দেখো
একটি রক্ত গোলাপ ফুটে আছে
সংকলনের মতো; স্পর্শ ছড়ানো
জীবন্ত এক প্রভাগের সৌরভ ঘ্রাণ
সবুজের স্বগতোক্তি প্রমাণ করে
-মাটি গান গায়। বৃত্তান্ত জীবনের-
এপিঠ ওপিঠ বয়ে যাওয়া
কিংবা নিকটগামী ধ্রুপদী প্রেম
শহরের সন্ধে ঘনান আলোয়
সমস্ত ইতিকথার হিরণ্ময়ী হাসিটুকু
প্রত্যেক দিনের হিসেবের খাতায়
জমিয়ে ওঠার নামই কেবল তেষ্টা,
সে-সব আবেদনে আমরাই