বেসুরো সুরের দাপটে
ছিঁড়ে যাবে সেতারের তার।
একদিন খিলখিল হাসি
বেদনায় মোড় নেবে। একদিন
বুকের পাঁজরে জমানো ব্যথা
অন্যের ঘরনি হবে, একদিন
একান্ত মাঝির কাছে বলা
গুপ্তকথা বাজারে চাউর হবে। অবিশ্বাসী ঘুড়ির কারণে একদিন
বিশ্বাস উড়বে না। ছল করে
ফেলে যাওয়া জলে
আশ্বাস পা পিছলাবে।
দিগন্তের ঘাসে ওড়া ফড়িং
একদিন ভুলে যাবে

