এক মাগরিব নিয়ে বাড়ি ফিরি- কেবল দেখি দাদি নামাজ পড়তেছে
সারা মাগরিব জড়ায়ে
সব কেরাতে দাদাকে খুঁজে নিঃস্ব হয়- কুসুম মমতার ঢেউ উঠিয়া আসে
ধূলোর হরফে শরীর মাখানো মুখ
উঠানের কালোছায়া সন্ধ্যায়
মা’র চোখে প্রেরণা ছড়িয়ে যায়
আঁচলে মোড়ানো কোজাগরী প্রেম বাবা বাজার হাতে দাঁড়ায়ে, নিরহংকার!

