সজনেপাতার শরীরে শাসন জমিয়ে
অদূর নৈঃশব্দ্যে জেগে উঠছে
কুয়াশার পর্যটন, বিন্দু বিন্দু গপ্পো
নিস্তরঙ্গ তুষারগৌর ঘাস, মুদ্রিত ছায়া-
আমাদের চতুর্দিকে একখানা ঘর,
নিজস্ব নগর, উৎসুক মেরুদণ্ড নিয়ে
বসে আছে অস্তিত্বের চারপাশ-
হরিণীঝোপের মতো; এইখানে কেবল
লোকমুখে দাগ কাটে মোহদৃশ্যকল্পজাল
খুব পাশেই থাকে অপরাহ্ন, হলুদ ধান!