নর্তকীরা আর ঘোমটার তালে পা মেলাচ্ছে না
চারিদিকে ভয়ঙ্কর অসুখ,
ফসলের ক্ষেতে ধানের শীষে আর স্বপ্ন নেই
রৌদ্দুরে পুড়ে দগ্ধ হচ্ছে রাত
মানুষের চোখের জলে নুনের ঘ্রাণ,
সমুদ্র ঝড় মানুষের বুকে আছড়ে পড়ছে
প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে মানুষ
মানুষ সমুদ্রের মতোই
আহা! মানুষ

