গুটি গুটি পা ফেলে, ক্লান্ত শরীরে
আমার ঘরের চৌকাঠে ক’ড়া নড়াতে যদি’
আর, আমি অধীর আগ্রহের প্রহর ঘুচিয়ে
তোমার সমস্ত ক্লান্তি মুছে দিতাম
আমার আঁচলভরে! কেমন হতো, এমন হলে?
বিষণ্নতার চাদর মুড়িয়ে নির্ঘুম রাতের
প্রহরগুলোতে, অস্থিরতায়, অবসাদে
পাশ ফিরে যদি তোমাকে পাওয়া যেত?
কেমন হতো, এমন

