খেলবি তোরা নেচে গেয়ে।
রোজ বিকেলে হবে খেলা
দেখবো সবে সারা বেলা। দারুণ হাসি মজা অতি
ছুটবে সবে নেইকো গতি।
লুকোচুরি খেলবে সবে
ভোজন হবে রাতে তবে। ছোট্টো ছোট্টো ছন্দে ধরে
গানটি তারা যাবে করে।
গানের মেলা ভাঙা যখন
প্রাণে দোলা লাগবে তখন । হাতে হাতে রাখা সারা
নানা খেলা খেলে তারা।
গোল্লাছুট আর

