সন্ধ্যা-মালতীর মত রোজ সন্ধ্যায়
অবশ্যম্ভাবী ছিলো তোমার আগমন,
গোলাপি ঠোঁটের নিরেট উষ্ণতায়
শিশির সিক্ত গালে আঁকা হতো বাধ্যগত চুম্বন। খ।
আমার চোখে
আষাঢ়ের বৃষ্টির মত অবিশ্রান্ত ধারা,
থৈ থৈ বানে ভেলা ভাসিয়ে উল্লাসিত তোমরা
একবার ও ভাবলে না
এতো কান্নায় কি বলতে চেয়েছিল আমার নয়ন তারা।

