– জাহাঙ্গীর আলম অপূর্ব
৪৪/৪৪/৪২ স্বরবৃত্ত ছন্দ জমেছে মেঘ আকাশ প্রাণে
ঘ্যাঙরঘ্যাঙর ব্যাঙের গানে
মনে লাগে ভালো,
দেয়া ডাকে হঠাৎ করে
থেকে থেকে বৃষ্টি পড়ে
নীল আকাশে কালো। বাবুইপাখির বাসা দোলে
কৃষক ছেলে পথটি ভোলে
পায়না বাড়ি খুঁজে,
জুই চামেলি ফুল যে ফোটে
মধুর জন্য অলি ছোটে
আঁখি দু’টি বুঁজে। আউশের ক্ষেত জলের তলে
কৃষকের চোখ ওই ছলছলে
বিষাদগ্রস্ত

