আমার চোখে আমাকেই
ঘুমাতে বলে,
জাগরন দিয়ে যাওয়া মানুষ! ২
দয়া দেখাবার তোমার এই ভঙ্গি
আমাকে আহত করল
দারুন। ৩
তুমি যদি তুমি, আমি খাঁচার পাখি
বাইরে থেকে তোমার
শুধুই ডাকাডাকি। ৪
ছিঁড়ে যাবার পর
রিফিউজি কণিকাগুলোও
রক্ত ছেড়ে চলে যেতে চায়। ৫
একা একা যতদূর
যাওয়া যায়, যাব—
তোমাকে না নিয়েই যাব। ৬
এই ক্যানভাসে চোখ আঁকা যায়
কে জানে নারীর কোন জানালায়
দাঁড়িয়ে থাকে

