গোপন হয়ে যাব।
দেখা এই অস্তিত্ব থাকবে না আর। লোকালয়ের ল্যাম্পপোস্টের বাতি
জ্বলে যদি থাকে সারারাত
আমার এই হাত দুটো
কর্মের ফাঁক গলে, লেখবেনা আর; তারপর, শোরগোলের পথ ধরে
আলোয় হেসে খেলে জাগবেনা আর। বন্ধুদের আড্ডায়
হবেনাতো যাওয়া আসা
মিথ্যে এই মায়াজালে বাঁধা। অস্তিত্বের কলরবে
মুছে যাবে ছায়াটা
স্পর্শের মতো

