আবার সিম্ফনি সুরের ভেতর কান পাতিয়ে
উড়ে যেতো বেথেলহেমের অনন্ত চন্দ্রিমায়-
দ্যোতনার ব্যবচ্ছেদে পেতো রিটুইট প্রেরণা;
জীবনমধুর স্রোত ধরে পুরোনো মায়াবি তৃষ্ণায়
হলুদ হয়ে আনত মিঠাই তাতানো রাঙানো বিকেল
স্বীকারোক্তির ভেতর দিয়ে তাকায়ে থাকত
মোটা চাউলের ধান-মাঠ, রক্তের বোন হেঁটে আসত
পাখি হয়ে, এই অনুভব

