৪৪/৪২
জন্ম আমার মানবকুলে
মনে কত আশা,
আশা গুলো বলবো আমি
খুঁজে পায় না ভাষা।
প্রভুর বিধান মেনে চললে
জীবন হবে ধন্য
বিধান মেনে না চললে ওই
আখের হবে শূন্য।
মানব জন্ম নয়তো সহজ
পদে পদে বাঁধা
সব বাঁধা যে কাটতে পারলে
মনটা হবে সাদা।
সৃষ্টিসেবা করে যেজন
মনে প্রাণে সবে
নিখিল বিশ্ব সবি তারি
তিনি মালিক ভবে।
সময় বয়ে চলে