আগস্ট ২৯, ২০২১ বিভাগের সব লেখা

এরকমী
এরকমী
কুকুরের ভুক ভুক আওয়াজে
ইতিহাসের চিরসত্য খর্ব হয় না বরং
প্রচার উম্মোচন সুলভ মজবুত হচ্ছে,
প্রজন্মের কাছে আরও অদ্ভুত লাগছে
লজ্জার সীমা অতিক্রম করছে!
কুকুরের জ্ঞান বিবেক বোধ লোভ পাচ্ছে
মরা মাংসের গন্ধে লাফালাফি করে
এটাই তো কুকুরের স্বভাব; ঘরের মালিকও বুঝি ওরকমী অভাব
সাধু পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৯৮ বার দেখা | ৬২ শব্দ ১টি ছবি
মৃতরা কথা বলে
মৃতরা কথা বলে
মৃতরা কথা বলে
বিদেহী কণ্ঠস্বর নিরন্তর শীৎকারে
কেউ শুনেনা, কেউ জানেনা সেই ভাষা
অসীম হিম সমগ্র মৃত্যুপুরীতে
অথচ মৃতরা নির্ভীক, নির্বোধ, অবিরাম হেঁটে চলে
নিঃস্ব নিষ্পাপ বিদেহী আত্মার দোলাচলে- মৃতরা নিজেদের অমৃত মনে করে
অমৃতইতো
জগতের গণ্ডি পেরিয়ে মহা জগতের নিঃসীম জীবন
সত্যের উপর মহা সত্য পড়ুন
কবিতা | | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৫৪ বার দেখা | ৬১ শব্দ ১টি ছবি
নাবিক বধূ
নাবিক বধূ
ওগো মোর সুনীল সাগর
থৈ থৈ জল তরঙ্গ কতনা রঙ্গ
ভেসে বেড়ায় বিনা সংগ
তোমার বুকে
সুখে আর দুখে। সুদূর প্রান্তে তোমাতে আকাশে
গেছে মিশে
প্রেয়সী থাকে যেমন পথ চেয়ে
বিরহ গান গেয়ে।
তুমিও গেছ মিশে আকাশের বুকে
দেখেছ কি বিরহী কেমনে ধুকে? তরতর বেগে তরণী পরে
আসবে ঘরে
আমার পাশে তোমায় ছেড়ে
প্রিয়তম পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪০৭ বার দেখা | ৪৯ শব্দ ১টি ছবি
কবির প্রেম, কবি
কবি প্রেম
স্বরবৃত্ত ছন্দ ৪৪/৪২ কলম খাতা হাতে নিয়ে
কবি ভেবে সারা,
ভালোবাসা বইয়ের সাথে
জাতির দর্পণ তারা। কবির প্রেমটা বইয়ের সাথে
লেখেন কাব্য কত
তাহা পড়ে ভালো লাগে
সবার শত শত। কবি ছাড়া কবিতা তো
নয়তো কারো সৃষ্টি,
কবির লেখা কবিতা টা
জাতির শুভ কৃষ্টি। স্মৃতির পাতায় নেমন্তন্ন
কবির মনের কথা,
তাহা লিখতে জাগে কবির
হৃদয় ঘোরে ব্যথা। কবির সৃষ্টি অমর পড়ুন
কবিতা, ছড়া ও পদ্য | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৬০ বার দেখা | ২১৭ শব্দ